চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় চন্ডিপুর জিয়া পরিষদ কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহাজান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকন। ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বিএনপি নেতা মোঃ শফিউল্লাহ বেপারী, মোঃ হারুনুর রশিদ মেম্বার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সুরুজ, গোলাম মোঃ জিহাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ সোহেল।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী আবু সালেহ। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, যুবদল নেতা সাইফুল ইসলাম সোহেল, মোঃ জাকির হোসেন মুন্সী, ছাত্রদল নেতা ছাকিবুল হাসান, আরাফাত হোসেন সিয়াম, সাখাওয়াত মজুমদার মাহিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া জাতীয়তাবাদী যুবদল, এই যুবদল একটি আদর্শ ও সু-সংগঠিত যুবদল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে, দল যাকেই মনোনয়ন দেয় ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভাশেষে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৭ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur