আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা ও শিক্ষকদের মাঝে উপহার প্রদান করা হয়।
”অভিভাবকদের উদাসীনতাই সন্তানদের শিক্ষিত হওয়ার প্রধান অন্তরায়” বিষয়ক এই বিতর্ক প্রতিযোগিতায় দুটি দলে ভাগ হয়ে বিদ্যালয়ে খুদে বিতার্কিকরা অংশগ্রহণ করে। তাদের চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপনে বিচারকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা মুগ্ধ হন। বিচারকদের চুলছেড়া বিশ্লেষণে নির্ধারিত বিষয়ে পক্ষদলকে হারিয়ে বিপক্ষ দল চ্যাম্পিয়ন হয়।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী। বিচারকের দায়িত্ব পালন করেন ব্র্যাক চাঁদপুর -এর এরিয়া ম্যানেজার মোঃ ওয়াহেদুল ইসলাম, পুরানবাজার ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব হোসাইন শাওন, সরদার খান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহাগ প্রধানীয়া। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল।
পুরস্কার বিতরণ পর্বে আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ এবং অধ্যক্ষ আসমা খানম।
বক্তরা বলেন, আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটি প্রশংসার দাবিদার। কারণ বিতর্ক প্রতিযোগিতা একটি শিক্ষামূলক এবং সৃজনশীল কার্যক্রম। যা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উন্নতি, চিন্তাশক্তি, এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল জীবনে বিতর্ক প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতামূলক কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশের এক অনন্য মাধ্যম। স্কুল বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাধারা, বিশ্লেষণ ক্ষমতা এবং বক্তব্য উপস্থাপনার দক্ষতা বাড়ায়। আমরা আশা করব চাঁদপুর চিল্ড্রেন একাডেমী এই ধরনের আয়োজন ধারাবাহিকত ভাবে চালিয়ে যাবে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন ও নাজমুল হোসাইনের পরিচালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রাবেয়া আক্তার।
এসময় বিদ্যালয়ের শিক্ষক আমেনা বেগম, রাবেয়া, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমীনা আক্তার, সাবিনা ইয়াসমিন, জাকিয়া ইসলাম, রোমান হোসেন, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা আক্তার দিবা, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, আফরিন আক্তার উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৫ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur