কুমিল্লায় ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
রেজাউদ্দিন স্টালিন শনিবার বিকেলে কুমিল্লায় আগমণ উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউদ্দিন স্টালিন।
এ সময় তিনি শিল্পকলা একাডেমী ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেন এবং এটিকে সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান।
এর আগে রেজাউদ্দিন স্টালিনকে জেলা শিল্পকলা একাডেমী, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, জাসাস কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা শাখা, কুমিল্লা সাংস্কৃতিক জোট, ঐতিহ্য কুমিল্লা, অধুনা থিয়েটারসহ কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে নৃত্য ও সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
এসময় নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জাসাস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম মিলন, জেলা কালচারাল অফিসার এটিএম কামরান হাসান, সাবেক জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমীন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মজুমদার, ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম সামদানী, এনসিপি নেতা জায়েদ আহমেদসহ জেলার কবি সাহিত্যিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৫ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur