চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সীরহাট, কামতা বাজার ও আশপাশের এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ সময় ভার্চুয়ালী ৩১ দফার তাৎপর্য তুলে ধরে হুমায়ুন কবির বেপারী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের ভিত্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ। আমাদের ৩১ দফা কর্মসূচি দেশের প্রতিটি মানুষকে সমান সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।
তিনি আরও বলেন, আমরা চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হোক, অর্থনীতি সমৃদ্ধি ও কর্মসংস্থানে এগিয়ে যাক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিশ্চিত হোক। দুর্নীতি ও অনিয়ম দূরীকরণ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।
৩১ দফা আমাদের সংকল্পের প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও সুশাসনের পথে এগোতে পারবে। দেশের মানুষকে একত্রিত হয়ে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের আহবায়ক আবুল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব নজির আলী খান, সদস্য জুলহাস মিয়া, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বাপ্পি, সাংস্কৃতিক দল নেতা লিটন গাজী, জাকির খান, মুসা গাজী, জিহাদ খান, সজিব বেগ, খাজা আহমেদ গাজী, মিন্টু মিয়া, সুজন আহমেদ, জুয়েল হোসেন, মো. আলম, মো. ইয়াছিন শেখ, এমরান হোসেন, মানিক হোসেন, মেহেদী হাছান, বেলাল হোসেন ভূঁইয়া, মো. সোবহান, আবুল কাশেম, সোহেল ভূঁইয়া প্রমূখ।
এ সময় স্থানীয় বাজারগুলোতে সাধারণ মানুষ লিফলেট সংগ্রহ করেন এবং আগ্রহভরে এর বিভিন্ন প্রতিশ্রুতি পড়েন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur