চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় ৩২ প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান। তিনি ২১ অক্টোবর মঙ্গলবার সকালে হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৫-২৬ ইং সেশনের কার্যকরি কমিটির সাথে মত বিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।
প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।
২১ অক্টোবর মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সদস্য মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ডা. আহম্মদ তানভীর হাসান বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।
তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিএমডিসির অনুমোদিত পদপদবী ও নির্দিষ্ট বেডের অতিরিক্ত বেডের ব্যবহার সহ অন্যান্য অভিযোগের বিষয়ে কঠোর থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২১ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur