Home / সারাদেশ / মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে জেলা প্রশাসক
চাহিদা

মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে জেলা প্রশাসক

বিশেষ চাহিদাস ম্পন্ন শিশুরা যেন সমাজের বোঝা হয়ে না দাঁড়ায়, এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বললেন, কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।

তিনি সোমবার (২০ অক্টোবর) মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ‘’প্রতিভা’র’’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নানা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সমাজের বিশেষ শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে।

মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে স্থাপিত ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ-পরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নূপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার বরুন দে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ এবং ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি ‘প্রতিভা’ স্কুলের স্থায়ী অবকাঠামো ও শিশুদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের জন্য জেলা পরিষদ থেকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দের আশ্বাস প্রদান করেন।

কুমিল্লার মুরাদনগরে ২০২৪ সালের ১০ অক্টোবর “প্রতিভা” বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। পরবর্তী সময়ে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান স্কুলটির সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করেন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,
২১ অক্টোবর ২০২৫