চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১২ তম দিনে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে।
সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় ‘কেমন চাঁদপুর চাই?’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুক্ত বৈঠকে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান এবং পরিচালনা করেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনাক সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা এবং সবশেষে রাত সোয়া ৮টায় অরুপ নাট্যগোষ্ঠীর ‘প্রেমের আলো’ নাটক মঞ্চস্থ হয়েছে।
স্টাফ রিপোর্টার/
২০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur