চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগে সোমবার (২০ অক্টোবর) ড্রেজার মালিক না পেয়ে মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে একই অপরাধের কারনে চলতি মাসের ৯ তারিখে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার মালিক সানাউল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসময় সহকারী কমিশনার (ভূমি)মুমতাহিনা পৃথুলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা উপাদী উত্তর ইউনিয়নে একটি বিল থেকে ওই ড্রেজার মালিক সানাউল্লাহ অবৈধভাবে আবারও ফসিল জমি বিনষ্ট করে মাটি উত্তোলন করছে। এতে আশপাশের ভূমির মালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সরেজমিনে গিয়ে অভিযান পরিচালনা পরিচালনা করেন। এ সময় ড্রেজার মালিক সানাউল্লাহ পালিয়ে যায়। তার মোবাইলে যোগাযোগ করা হলে সে উপস্থিত না হওয়ায় পুলিশ প্রশাসনের সহায়তায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, এ ড্রেজার মালিককে গত ২০ দিন পূর্বে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং শতর্ক করে দেয়া হয়েছিল।নির্দেশনা অমান্য করে আবারও ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ পাওয়ায় সরেজমিনে এসে তাকে না পাওয়ায় মেশিনগুলো জব্দ করেন। তিনি আরো বলেন, আইন লঙ্ঘন করে যারা ড্রেজার দিয়ে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur