Home / চাঁদপুর / নতুন প্রজন্মই এবারে ভোটকেন্দ্র পাহারা দিবে : মানিক
Manik-eliction

নতুন প্রজন্মই এবারে ভোটকেন্দ্র পাহারা দিবে : মানিক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ নির্বাচনি আসন থেকে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক অব্যাহত রেখেছেন।

প্রতীক বরাদ্দ পাটওয়ারী পর থেকে প্রতিদিনই তিনি বিরামহীন তার নির্বাচনি আসনের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড থেকে পারা মহল্লায় ছুটে বেড়াচ্ছেন। তিনি দলের নেতাকর্মী-সমর্থক ও সর্বসাধারণ ভোটারের সাথে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাঁদপুর সদরের হানারচর ও চান্দ্রায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এর মধ্যে হানারচার ইউনিয়নের হরিণা ফেরি ঘাটের চৌরাস্তা, হরিণা বাজার, দক্ষিণ বালিয়ার সাদুল্লাপুর সপ্রাবি, সহিদ মাকেট, হরিপুর চৌধুরী বাড়ি এবং মদিনা মার্কেটে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিভিন্ন পথসভায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। আমাদের সামনে আরেকটি কঠিন যুদ্ধ এসেছে। এ যুদ্ধ হলো গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। আগামি ৩০ ডিসেম্বর ভোটযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘ভোট বিহীন আওয়ামী লীগ সরকার নাকি ১০ বছরে দেশে অনেক উন্নয়ন করেছে। অথচ তারা এখন ভোট ডাকাতির নীল নকশা করছে। তারা এতই যখন উন্নয়ন করেছে,তাহলে জনগণকে ভয় পায় কেনো। সরকারের একটিমাত্র বাহিনী আছে যারা এ ভোট ডাকাতিকে সহযোগিতা করতে চায়। যতই নীল নকশা আর ওই বাহিনী সহযোগিতা করুক না কোনো জনতার তোপের মুখে আর ভোটবিপ্লবে কিছুই টিকবে না।’

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘জোর-জুলুম করে অনেক খাইছেন, আর খাওয়া যাবে না। বাকি খাওয়া বন্ধ করে দেন। যতই হামলা-মামলা করেন. হুমকি-ধমকি আর ভয়ভীতি দেখান, জনগণের রায়কে রুখে দেয়া যাবে না। বিএএনপি নির্বাচন থেকে সরে যাবে না। কারণ বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, জনতার রায় আমরা মেনে নিবো। বাইরের লোক দিয়ে ভোট কেন্দ্র দখল করা যাবে না। নতুন প্রজন্মই এবারে ভোটকেন্দ্র পাহারা দিবে।’

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.হামিদ মাস্টার, যুগ্ম আহবায়ক দেওয়ান মো.সফিকুজ্জামন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আ.কাদির বেপারী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রায়হান, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ঢালী,জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আলম রবীন, জেলা ছাত্রদলের যুগ্ম -সম্পাদক মনির হোসেন মুন্না, সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ, সদস্য সচিব জুনায়েত উল্যাহ খান প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১৭ ডিসেম্বর, ২০১৮