নির্জন বাগানে মাদক সেবন সংক্রান্ত সন্দেহমূলক কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশকে মারধর, হুমকি-ধমকি ও অশ্লীল গাল মন্দের ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী হামলাকারীদের ২টি মোটর সাইকেল ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলার উত্তর নোয়াগাঁও খাঁন মার্কেটের সামনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ২টি মোটর সাইকেল ভাংচুর করে হামলাকারীদের পুলিশে সোপর্দ করে ক্ষুব্ধ গ্রামবাসী।
সরেজমিনে উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামের অধিবাসী মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনার দিন রাত নয়টার দিকে নোয়াগাঁও গ্রামের বাগান বাড়িতে অন্য গ্রামের যুবক এমরান ও সোহান মোটর সাইকেল নিয়ে বাগানের ভিতর আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করায় তারা গ্রামের লোকজনের সাথে অশালীন আচরন করে। একপর্যায়ে তারা নাহারা গ্রামের রাকিব ও তার ভাই রাজিবকে মুঠোফোনে খবর দেয়।
পরে রাত সাড়ে নয়টার দিকে রাকিব ও রাজিব নোয়াগাঁও বাজারে এসে স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়ার নাম নিয়ে গালমন্দ শুরু করে। এ সময় গ্রাম পুলিশ মাসুদ রানা বাধা দিলে তাকে হামলাকারী রাকিব ও রাজিবসহ অজ্ঞাত লোকজন তাকে বেধরক মারধর করে এবং ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরের দোকানে হামলা করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় স্থানীয় উত্তেজিত এলাকার লোকজন বহিরাগত হামলাকারীদের ধাওয়া দিয়ে তাদের মোটর সাইকেল ভাংচুর করে এবং তাদের কচুয়া থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম মুঠোফোনে জানান, আটককৃতদের বিরুদ্ধে পুরাতন মামলা ছিল। ওই মামলায় তাদের চাঁদপুরের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি/
১৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur