মঝোতার ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন অভিভাবক সদস্য পদের নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা স্বেচ্ছায় প্রত্যাহার করেন নেন। ফলে ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন অভিভাবক সদস্য পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন সরদার, ডা. খোকন মিয়াজী, মোহাম্মদ নুরুদ্দিন তালুকদার ও মোহাম্মদ আমান উল্যাহ ভূঁইয়া আমান মনোনীত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অভিভাবক ও স্থানীয়দের সমঝোতার ভিত্তিতে এ কমিটি মনোনীত করা হয়। বিদ্যালয়ের উন্নয়ন ও গুণগত শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগীতা চাই।
নবনির্বাচিত অবিভাবক সদস্য বিশিষ্ট সমাজ সেবক মো; জাকির হোসেন সরদার বলেন, শিক্ষা মূলক কার্যক্রম এগিয়ে নিতে আমরা সকলে চেষ্টা করে যাবো। বিশেষ করে আগামী ডিসেম্বর মাসে এ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ যে সকল সম্মানিত শিক্ষকগন অবসরে যাবেন, তাদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করে স্মরনীয় করে রাখবো।
কচুয়া প্রতিনিধি/
১৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur