Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আন্ত:জেলা শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
আন্ত:জেলা

ফরিদগঞ্জে আন্ত:জেলা শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আন্তজেলা শীর্ষ মাদক কারবারি ও ১৩ মামলার আসামি আব্দুর রহিম ওরফে রনি (৪০) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুর রহিমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় ১২টি এবং ফরিদগঞ্জ থানায় ১টি মাদক মামলা রয়েছে। তিনি রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের শহিদুল্লাহর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে আন্তজেলা শীর্ষ মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ অক্টোবর ২০২৫