ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই ও মেডিকেল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ৮ টায় চাঁদপুর জেলা ষ্টেডিয়ামে বাছাই ও মেডিকেল কার্যক্রম শুরু হয়। চাঁদপুর জেলার ৭০ জন বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করে। ৪ জন ক্রিকেটার বয়স বেশি হওয়ায় তারা বাদ পড়ে যায়। ৬৬ জন থেকে বাছাই ও মেডিকেলে ৫০ জন খেলোয়াড় টিকে যায়। বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় খেলোয়াড়দের বাছাই ও মেডিকেল কার্যক্রম সম্পাদন করেন।
বাছাই কার্যক্রম পরিচালনা করেন বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক,সহকারী বিভাগীয় ও জেলা ক্রিকেট কোচ এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এডহোক কমিটির সদস্য শামীম ফারুকী। এ সময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ক্লেমন একাডেমীর কোচ পলাশ, রাজন, রিপন, ফজলে রাব্বি, শাখাওয়াত হোসেন।
খেলোয়াড়দের মেডিকেল চেক আপ করেন বিসিবির পিজিও ইমরান হোসেন, বিসিবির এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন।
দিনব্যাপী বাছাই ও মেডিকেল কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন বিসিবির আম্পায়ার অ্যাসোসিয়েশন এর সদস্য এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহোক কমিটির সদস্য জয়নাল আবেদীন,মোঃ সালাহউদ্দিন খান এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্টাফ রিপোর্টার/
১৬ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur