Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১৩, পাশের হার ৪২.১৫
এইচএসসিতে

শাহরাস্তিতে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১৩, পাশের হার ৪২.১৫

সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্ব স্ব বোর্ড থেকে নিজস্ব ওয়েবসাইট ও অনলাইনে এ ফলাফল প্রকাশ করা হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে এ বছর এইচএসসির ফলাফলে ব্যাপক বিপর্যয় হলেও এইচএসসি (বিএম) ও আলিমের ফলাফল কিছুটা সন্তোষজনক হয়েছে। এতে এইচএসসি-তে পাসের হার ৪২.১৫ শতাংশ, এইচএসসি (বিএম)-এ ৮৯.১৩ শতাংশ এবং আলিমে ৮০.০৮ শতাংশ।

এ বছর মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ছয়টি কলেজের বিভিন্ন বিভাগের ১ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ শত ৬২ জন কৃতকার্য হয় এবং ৬ শত ৩৪ জন অকৃতকার্য হয়। পাসের হার ৪২.১৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।

অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কলেজ থেকে এইচএসসি (বিএম) পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ জন কৃতকার্য হয়। জিপিএ ৫ না থাকলেও পাসের হার ৮৯.১৩ শতাংশ।

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার দশটি মাদ্রাসার ২ শত ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১ শত ৯৭ জন কৃতকার্য হয় এবং ৪৯ জন অকৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৮০.০৮ শতাংশ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/
১৬ অক্টোবর ২০২৫