এইচএসসি ও সমমান পরীক্ষা–২০২৫ এ চাঁদপুর জেলার সামগ্রিক ফলাফলে চিত্রটি আশানুরূপ নয়। জেলাজুড়ে পাশের হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮.৫৫ শতাংশে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বনিম্ন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কলেজের ফলাফল এ বছর মারাত্মকভাবে নিম্নমুখী। এর মধ্যে মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজ সবচেয়ে খারাপ ফলাফল করেছে। প্রতিষ্ঠানটির ১৭ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। ফলে তারা শূন্য পাস করা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ। এখানে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন কৃতকার্য হয়েছে, বাকিরা অকৃতকার্য। পাশের হার মাত্র ৪.৪১ শতাংশ।
আরও পড়ুন…. চাঁদপুরে এইচএসসি ফলাফলে ধস, পাশের হার ৪৮.৫৫ শতাংশ
অন্যদিকে, মাদরাসা ও কারিগরি শিক্ষায় চাঁদপুরের চিত্র তুলনামূলকভাবে উজ্জ্বল। জেলা শিক্ষা অফিসের তথ্যে জানা যায়, এবারের পরীক্ষায় মাদরাসাগুলোর ফলাফল সন্তোষজনক, এমনকি কয়েকটি মাদরাসা শতভাগ পাশ করেছে। কারিগরি শিক্ষায়ও ধারাবাহিকভাবে উন্নতির ধারা অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কঠোর তদারকির কারণে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভালো ফলাফলের কারণ জানতে চাইলে বেশ কয়েকজন মাদরাসা শিক্ষার্থী বলেন, “আমরা নিয়মিত ক্লাস করেছি এবং শিক্ষকদের দিকনির্দেশনা আগের তুলনায় অনেক বেশি পেয়েছি। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, এজন্যই ভালো ফল এসেছে।”
শিক্ষা বিশ্লেষকদের মতে, কিছু কলেজে একাডেমিক দুর্বলতা, শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিতি এবং পাঠদানের অনিয়মই এবারের ফলাফলের এই নিম্নমুখী প্রবণতার প্রধান কারণ হতে পারে।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ চাঁদপুর টাইমসকে বলেন, “জাতীয় গড়ের তুলনায় চাঁদপুরের ফল সন্তোষজনক না হলেও পরিস্থিতি বিবেচনায় ভালো। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কঠোর তদারকির কারণে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কারণেও কিছু শিক্ষার্থী প্রস্তুতি ঘাটতিতে ভুগেছে।”
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৬ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur