সারা দেশের ন্যায়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পাশের হার প্রায় ৫৮ ভাগ, জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৪৪ জন। যা গত কয়েক বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল সর্বনিম্ন অবস্থান। এ নিয়ে অভিভাবক মহল ও শিক্ষকদের মধ্যে কৌতুহল দেখা দেয়। ফলাফল জানতে পরীক্ষার্থীদের তেমন কাউকেই কলেজ আঙ্গিনা দেখা যায়নি।
১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার প্রায় ৯ টি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহে দেখা যায় এবারো শীর্ষ অবস্থান রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ। ১৩৮৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৬৪ জন, জিপিএ ৫ পেয়েছেন ৩১ জন, পাশের হার প্রায় ৭০ শতাংশ। ২য় অবস্থানে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। ৭৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭৭ জন, জিপিএ ৫ পেয়েছেন ১১ জন, পাশের হার প্রায় ৫০ শতাংশ। ৩য় অবস্থানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন, পাশের হার প্রায় ৩৯ শতাংশ।
হাজীগঞ্জ মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ৮৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১৯ জন, জিপিএ ৫ নাই, পাশের হার প্রায় মাত্র ২২ শতাংশ। নাসিরকোর্ট শহীদ স্মৃতি কলেজ থেকে ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২ জন, জিপিএ ৫ পেয়েছেন ২ জন, পাশের হার প্রায় ৪৬ শতাংশ। দেশগাঁও ডিগ্রি কলেজ ১১৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬ জন, পাশের হার প্রায় ৪০ শতাংশ। ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪ জন, পাশের হার প্রায় ৩৫ শতাংশ। কাকুরতলা জনতা কলেজ থেকে ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৬ জন, পাশের হার ৬৬ শতাংশ। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ থেকে ৫২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬ জন, পাশের হার প্রায় ৫০ শতাংশ। গড়ে উপজেলা পাশের হার ৫৭.৩০℅।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৬ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur