Home / জাতীয় / রাজনীতি / তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ছাত্রদলের নিন্দা
তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ছাত্রদলের নিন্দা

তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ছাত্রদলের নিন্দা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানক নিয়ে বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাঞ্চিতভাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য কি করে দেন। দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন কোনো ব্যক্তি আরেক ব্যক্তির উদ্দেশ্যে এমন মানহানিকর বক্তব্য দেন তখন বুঝতে হবে তাদের কাছে রাষ্ট্রের কারো মান-সম্মানই নিরাপদ নয়।’

বিবৃতিতে বলা হয়, ‘নিম্নশ্রেণির মন-মানসিকতা ও ভাষার প্রয়োগ পরিহার করে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। অন্যথায় কখন আপনি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত স্বৈরশাসকদের কাতারে শামিল হবেন তা নিজেই বুঝতে পারবেন না। শেখ হাসিনার এই বক্তব্য এ দেশের ছাত্রসমাজ প্রত্যাখান করেছে।’

নিউজ ডেস্ক ||আপডেট: ০৪:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৫, শনিবার

এমআরআর