চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো: কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ।
১৪ অক্টোবর (মঙ্গলবার) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয় জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার পিপিএম (বার) জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে, সে দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগ রয়েছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
১৫ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur