Home / চাঁদপুর / সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
সুস্থ

সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য চাঁদপুর জেলা। মঙ্গলবার (১৪অক্টোবর) আল আমিন একাডেমি ছাত্রীর শাখার মিলনায়তনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে খাবারের ভয়াবহতা বলতে গিয়ে তিনি বলেন,এমন কোন বিষয় নেই যাহাতে ভেজাল নাই। বাহিরে বের হওয়া থেকে পরিবেশ দূষণ। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগ পর্যন্ত ভেজালের মধ্যেই রয়েছি। রোগ বালাই ও ক্যান্সারের অন্যতম কারণ খাবারে ভেজাল। খাবার উৎপাদনে সার কীটনাশক ব্যবহার করায় কঠিন দুরারোগ্য ব্যাধি হচ্ছে। এছাড়া বেকারি আইটেম তৈরিতে যে অস্বাস্থ্যকর পরিবেশ সেটা স্বচোক্ষে দেখলে কেউ জীবনে খাবেনা। আমরা অভিযান পরিচালনা করে বিভিন্ন সময় জেল জুলুম দেয়ার পরেও কিছু অসাধু ব্যবসায়ী মুনাফালুভি ব্যবসায়ীদের জন্য শতভাগ সফল হতে পারেনি।

নিরাপদ খাদ্যের জন্য শিক্ষার্থীদেরকে অর্গানিক খাবার গ্রহণ করার জন্য আহ্বান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আল আমিন একাডেমী ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আরিফুল হাসান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ আয়েশা সিদ্দিকা, মাধ্যমিক শাখার ইনচার্জ ফাতেমা বেগম।

স্টাফ করেসপন্ডেট/
১৪ অক্টোবর ২০২৫