চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
(১৪ অক্টোবর) মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ঘটনাস্থলে সরজমিন পরিদর্শন করেন।
প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে অবৈধ ড্রেজার পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ড্রেজার মেশিনটির সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং স্থানীয়দের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কৃষিজমি নষ্ট করে এমন কর্মকাণ্ড না ঘটে।
এ সময় ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সংশ্লিষ্ট জমির মালিক ও ড্রেজার মালিক পক্ষকে অবিলম্বে অবৈধ মেশিনটি স্থান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
অভিযানে উপজেলা আনসার ও পিসি সদস্যসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
প্রতিবেদক: মো. জামাল হোসেন/
১৪ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur