চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্হাপনা বিভাগের আয়োজনে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা সদর আলগী বাজার রেলিটি বের হয়ে পুনরায় এসে আলোচনা সভায় মিলিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বরূপ মুহুরির সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন,হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ মোখলেছুর রহমান মুকুল,ইসলামি আন্দোলন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শিমুল জমাদার, বাংলাদেশ জামায়েতী ইসলামি হাইমচর উপজেলা র আলগী দক্ষিণ ইউনিয়নের আমির মোঃ হাফিজুর রহমান, দুর্গাপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম/
১৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur