Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিদায়ী ইউএনও কে প্রেসক্লাবের সংবর্ধনা
বিদায়ী

ফরিদগঞ্জে বিদায়ী ইউএনও কে প্রেসক্লাবের সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জে যোগদানের পর থেকেই আমি মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এ উপজেলার মানুষকে আমি নিজের পরিবারের মতো মনে করেছি। তাদের সঙ্গে এক অদৃশ্য আত্মিক বন্ধন গড়ে উঠেছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার সাংবাদিক ভাইদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। তাদের সহায়তায় উপজেলায় অনেক ভালো কাজ সম্পন্ন করতে পেরেছি। আশা করি, আমার উত্তরসূরিগণ এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মশিউর রহমান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইকবাল, সহকারী অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য শিমুল হাছান, সদস্য এস. এম. মিজানুর রহমান, আব্দুল কাদের, ফখরুল পাঠান, শামীম হাসান, আমান উল্লাহ খান ফারাবী, এফ. এ. মানিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া সম্প্রতি কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন হয়েছেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
১২ অক্টোবর ২০২৫