মহান আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং পবিত্র কাবা ঘরকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে উঠেছে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। কিশোর তমাল চন্দ্র সরকার চাঁদপুরের কচুয়া পৌর এলাকার কান্দাপাড় গ্রামের দুলাল চন্দ্র সরকার এর ছেলে। তমাল চন্দ্র সরকার একই উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা তমালকে কচুয়া থানা পুলিশের হেফাজতে দেন।
কিছু দিন আগে তমাল চন্দ্র তার নিজের ফেইসবুক আইডি থেকে আল্লাহ, মহানবী এবং পবিত্র কাবাঘর নিয়ে কটূক্তি করে। বিষয়টি কচুয়ার আলেম সমাজ ও মুসলিত তৌহিদী জনতা জানতে পেরে তাকে গ্রেফতার পূর্বক জোড়ালো শাস্তির দাবি জানায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, তমাল তার ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে তার পরিবার থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। । এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur