Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবকের হাতে ইংরেজি অক্ষরের জয়গান
মানসিক

ফরিদগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবকের হাতে ইংরেজি অক্ষরের জয়গান

ফরিদগঞ্জের গাজীপুর-কড়ৈতলীর ব্যস্ত সড়কের পাশে প্রতিদিনই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ে। ধুলোমাখা রাস্তার ধারে এক যুবক বসে মনোযোগ দিয়ে ইংরেজি অক্ষর আঁকছেন। পাশে নেই শিক্ষক, নেই বইয়ের পাতা শুধু একটি কুঁচকানো কাগজ আর ভাঙা কলম। তবু তার চোখে স্বপ্ন, হাতে অদম্য চেষ্টা।

মানসিক প্রতিবন্ধী হয়েও নিজের জেদ ও একাগ্রতায় ইংরেজি লেখা রপ্ত করেছেন তিনি। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত রাস্তার ধারে বসে লেখার অনুশীলন করেন। কেউ এগিয়ে এসে তাকিয়ে দেখেন, কেউবা বিস্ময়ে বলেন, এ যেন এক অদ্ভুত প্রতিভা!

তার নাম সাফায়াত হোসেন। বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর এলাকার মজুমদার বাড়ি। একসময় স্বাভাবিক জীবনই ছিল তার। বিবাহিত জীবনে এক কন্যা সন্তানও রয়েছে। কিন্তু প্রায় দেড় যুগ আগে স্ত্রী সন্তান রেখে অন্যত্র চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন সাফায়াত। এরপর থেকেই তিনি সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন।

তবে জীবনের সেই অন্ধকারে আলোর রেখা হয়ে এসেছে ইংরেজি অক্ষরের প্রতি তার ভালোবাসা। কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজের মতো করে তিনি শিখে ফেলেছেন ইংরেজি লেখা।

প্রতিদিনই তাকে দেখা যায় বাজারের পাশে বসে কাগজে ইংরেজি শব্দের অনুশীলনে মগ্ন থাকতে। পথচারীরা কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউবা পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন।

একজন দোকানদার বলেন, লোকটা খুব বেশি কথা বলে না। কিন্তু যখন লেখে, মনে হয় দুনিয়ার সব মনোযোগ তার হাতে এসে জড়ো হয়। ওর চোখে তখন এক অদ্ভুত শান্তি।

স্থানীয়রা জানান, সাফায়াতের কাছে এখন অনেকেই খাতা-কলম পৌঁছে দেন। কেউ কেউ তাকে রাতের বেলায় রাস্তার পাশে কম্বল মুড়িয়ে ঘুমাতে দেখেন। তবু তার মুখে থাকে একটিমাত্র হাসি, নিজেকে কিছু একটা করতে পারার আনন্দের হাসি।

জীবনের কঠিন বাস্তবতার মাঝেও সাফায়াত হোসেন যেন প্রমাণ করে চলেছেন, মানসিক প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তিই মানুষের আসল শক্তি।

তার হাতে আঁকা প্রতিটি অক্ষর যেন বলে দেয়, যে পারে বিশ্বাস রাখতে নিজের ওপর, তাকে কিছুই হারাতে পারে না।

প্র্রতিবেদক: শিমুল হাছান, ১০ অক্টোবর ২০২৫