চাঁদপুরের কচুয়া উপজেলার বৃহত্তম বিতারা ইউনিয়ন (প‚র্ব) অংশের এহছানুল হক মিলন সমর্থিত বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে নেতাকর্মীদের উপস্থিতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কমিটি ঘোষণা দেন।
এতে সভাপতি মনোনীত হলেন, প্রবীন বিএনপি নেতা ডা. মো. আনিছুর রহমান মিয়াজী, সাধারন সম্পাদক পদে বিশিষ্ট ব্যাবসায়ী মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে গাজী কবির হোসেন মনোনীত হয়েছেন।
ডা. মো. আনিছুর রহমান মিয়াজী এর আগে এই ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও বৃহত্তম বিতারা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসানকে সাধারন সম্পাদক করা হয়।
এক প্রতিক্রিয়ায় তারা বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাই ও দলের শীর্ষ নেতাকর্মীরা উপহার স্বরূপ আমাদেরকে বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপি’র দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করবো দল ও মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সাধারন মানুষের কল্যাণে কাজ করে যেতে। পাশপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতারা তথা বিতারা পূর্ব ইউনিয়নের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সর্বোচ্চ উপহার দিয়ে আবারো সংসদ সদস্য নির্বাচিত করবো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur