পবিত্র আল-কুরআন অবমাননায় ও মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কটুক্তির ঘটনায় তার সর্বোচ্ছ শাস্তির দাবিতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সাচার বাজার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার বাদ আছর এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁরি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পুলিশ ক্যাম্পের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার আহŸায়ক মোঃ ফারুক সরকারের পরিচালনায়, বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন জামায়াতের আমীর মীর অহিদুজ্জামান, সাচার রাজারামপুর দাখিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান, সোয়াইব হোসেন, তুহিবুল তালুকদার প্রমুখ।
এ সময় কচুয়ার সাচার বাজার ব্যবসায়ী, স্থানীয় অসংখ্য মুসলিম তৌহিদী জনতা এ বিক্ষোভ- সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur