চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্ব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাদঁপুরের অভিযানে সেবনকারী ও ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা,ইয়াবা, নগদ টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল কোর্ট মাধ্যমে এক মাদক সেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করা হয়।আটককৃতরা হচ্ছে ভাঙ্গারপাড় এলাকার জসিম উদ্দিন( ৩৫) ও জুয়েল প্রধান (৩৫) এবং নায়েরগাঁও ইউনিয়নের তাতখানা গ্রামের মোঃ জসিম উদ্দিন (৪৩)।
তাদের মধ্যে সেবনকারী ভাঙ্গার পাড় গ্রামের জসিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে ইউএনওর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত ৩ জনের মধ্যে মাদক সেবনকারী মতলব পৌরসভার ভাঙ্গার পাড়া এলাকার জসীমউদ্দীনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমজাদ হোসন।
অপর দুইজন জসিম ও জুয়েল প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানটি চালানো হয়। অভিযানে তাতখানা গ্রাম থেকে আটক হওয়া জসিম উদ্দিনের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ভাঙ্গার পাড় গ্রামের মোঃ জুয়েল প্রধানকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া একই এলাকার মাদক সেবনকারী জসিম উদ্দিনকে ২ পুড়িয়া গাঁজা সহ আটক করা হয়।এছাড়া অভিযুক্ত দুজনের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৭ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur