চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রায় শতাধিক যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় প্রায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী কর্মকাণ্ড দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও তারা জানান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি পাবে।
প্রতিবেদক: শিমুল হাছান/
৬ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur