Home / সারাদেশ / লিগ্যাল এইডের নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি
Legal aid

লিগ্যাল এইডের নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ২৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১ লাখ ৬১ হাজার ১১৩টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে ১ হাজার ৯১৫টি মামলা এডিআরের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে ১ লাখ ৮২ হাজার ১৭২টি মামলা এডিআরের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৩ লাখ ১৫ হাজার ৫৩০ জন উপকারভোগী মামলার নিষ্পত্তি থেকে সুফল পেয়েছেন।

এতে উল্লেখ করা হয়, একই সময়ে সরকারি খরচে ১২ লাখ ৮২ হাজার ৯৯৭ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগসহ দেশের সব নিম্ন আদালত, শ্রম আদালত ও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

৪ অক্টোবার ২০২৫
এজি