বাংলাদেশ গ্রুপ থিয়েটারের অন্তর্ভুক্ত সদস্য ও চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগঠন চাঁদপুর ড্রামার গৌরবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় রেড রোজ পার্টি সেন্টারে আলোচনা সভা, কেক কাটা ও মধ্যহৃ ভোজের মাধ্যমে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
চাঁদপুর ড্রামার নব নির্বাচিত সভাপতি মো. মুরাদ হোসেন খানের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক কে এম মাসুদের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আলহাজ¦ এস এস জয়নাল আবেদীন, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুকদেব রায়, সংগঠনের সাবেক সভাপতি তপন সরকার, অ্যাড. আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি পরিমল দাস নুপুর, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনুপম নাট্য গোষ্টির সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বরলিপী নাট্য দলের সভাপতি এম আর ইসলাম বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ড্রামার উপদেষ্টা ডা. সৈয়দ মো. নুরুল হুদা, গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি মজিবুর রহমান দুলাল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম নজু, সহ-সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রোটা. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. প্রনব কুমার রায় চৌধুরী, প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন মাসুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজীব কুমার দাস, দপ্তর সম্পাদক শংকর রায়, সহ-মহিলা সম্পাদিকা রাত্রী রানী কর্মকার, সদস্য আব্দুল মান্না চিশতী, মো. খায়রুজ্জামান পিপল, সুকুমার রায়, অঙ্কিতা প্রমুখ।
স্টাফ রিপোর্টার/ ৩০ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur