শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন কারেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বালিয়া ইউনিয়নের রাধা গৌবিন্দ মন্দির, কল্যানপুর ইউনিয়নের দাসদী বড় সূত্র বাড়ি দূর্গা মন্দির, বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী সার্বজনীন দুর্গোৎসব মন্ডপ, শাহমাহমুপুর, মৈশাদী ও রামপুর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করে।
এসময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন পয়লা অক্টোবর পর্যন্ত সবগুলো পূজা মন্ডপে যেতে হবে। আমারা ইউনিয়নগুলোতে ভিজিট করছি এবং কি কি কাজ দ্রুত করকে হবে তা নোট করছি। ছোট ছোট কাজগুলো নির্বাচনের আগেই করা হবে। মসজিদ ও মন্দির আমাদের সকলের প্রার্থনার জায়গা।
তিনি আরো বলেন, আল্লাহ পাক আমাকে কামিয়াব করুক আর নাই করুক আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা সুন্দর ভাবে পূজা করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের জন্য প্রার্থনা করবেন। আমাদের বিএনপির নেতাদের সাথে যোগাযোগ রাখবেন। তারা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সাবেক প্রচার সম্পাদক শরীফ উদ্দিন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার/ ২৯ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur