চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন প্রাপ্ত নেতা আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে গুপ্টি পশ্চিম ইউনিয়নে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর শনিবার ইউনিয়নের খাজুরিয়া বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উক্ত মিছিল ও সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ।
৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম কিরনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ইকবাল হোসেন চৌধুরী, সাঈদ হোসেন লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি মহন পাটোয়ারী মানিক, সাধারণ সম্পাদক মিজান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন সুজন শেখ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান, জামাল পাটোয়ারী, শ্রমীক নেতা মোহাম্মদ আলী, কৃষক দলের নেতা মো. মিজান, মহিলা নেত্রী সুফিয়া ও শারমিন বেগম প্রমৃখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ২৭ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur