Home / সারাদেশ / ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণে বিএনপি সম্মেলন, প্রধান অতিথি তারেক রহমান
দক্ষিণে

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণে বিএনপি সম্মেলন, প্রধান অতিথি তারেক রহমান

দীর্ঘ ১৬ বছর পর আজ অনুষ্ঠিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। আজ শনিবার বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পেতে যাচ্ছে দক্ষিণ জেলা বিএনপি।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

উদ্বোধন করবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামম, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকাারিয়া তাহের সুমন।

বিকাল ৩টায় অনুষ্ঠেয় এ সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে লাখো মানুষরে জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে দক্ষিণের ১০টি উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক ইউনিট।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৭ সেপ্টেম্বর ২০২৫