চাঁদপুর শহর ১৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৫ দফা দাবির সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী। তিনি বলেন, “৫ দফা দাবি শুধু জামায়াতের নয়, এটি জনসাধারণের দাবি। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ মাজেদ, ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আউয়াল, হযরত মাওলানা নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো বকুল হোসেন, আবুল খায়ের, মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা শেখ ফরিদ প্রমুখ।
জনসংযোগ কালে বক্তব্যে বলেন, জনগণের অধিকার আদায়ে এই দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
কর্মসূচি শেষে সাধারণ জনগণও ৫ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ন্যায়সংগত এই আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার/ ২৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur