“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডসের অংশগ্রহণে জেলা পর্যায়ে অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। তিনি উপস্থিত স্কাউটস ও গার্লস গাইডস সদস্যদের উদ্দেশে বলেন, “মূলধারার কার্যক্রমের সাথে আপনাদের সম্পৃক্ত করাই আজকের কর্মশালার উদ্দেশ্য। আমরা চাই আপনাদের মধ্য থেকে নেতৃত্বদানকারী তৈরি হোক। সঠিক তথ্য না থাকলে নেতৃত্বদান সম্ভব নয়। তাই এই কর্মশালা থেকে কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন করে অন্যদের উদ্বুদ্ধ করতে হবে। তবে ভুল তথ্য দিয়ে মানুষের উপকার নয়, বরং সঠিক তথ্য দিয়ে সবাইকে টিকাদানে অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হোসেন।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। কর্মশালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ও তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন।
জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুরের সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা। এ সময় উপস্থিত স্কাউটস ও গার্লস গাইডস সদস্যরা মতামত প্রদান করেন।
স্টাফ রিপোর্টার/ ২৪ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur