Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা
দুর্গাপূজা

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কচুয়া থানার আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মো. আব্দুল হাই চৌধুরী।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও এসআই জাহাঙ্গীর আলমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌরসভা জামায়াত ইসলামের আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী, উজানী মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুব এলাহী, কচুয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু হানিফ, কচুয়া পৌরসভা বিএনপি’র আহবায়ক হাবিব উল্লাহ হাবিব হাবিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, ড. মিলন সমর্থিত পৌরসভা বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, পৌর কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কচুয়া প্রতিনিধি/ ২৪ সেপ্টেম্বর ২০২৫