চাঁদপুরের কচুয়ায় জেলা প্রশাসেেকর এখতিয়ারভূক্ত জায়গায় অবৈধ স্থাপনা ও কোটি টাকায় নির্মাধীন সড়ক দখল করে ফলের এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে কচুয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাচার ভূমি অফিসের পশ্চিম অংশ সুরমা বাসষ্ট্যান্ড থেকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্ব মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
কচুয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের দু’পাশের বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান সড়কের পাশ দখল করে রাখায় যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এ ছাড়া সকড়ে যানজট সৃষ্টিকারী অটো রিক্সা সড়ানোর দাবী ভুক্তভোগীদের।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির বলেন, হাজিগঞ্জ-কচুয়া-সাচার গৌরীপুর সড়কটি ব্যস্ততম একটি সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই রুটে। সড়কের পাশে অবৈধ দোকান থাকার কারণে দীর্ঘদিন ধরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এসব সমস্যা সমাধান করতেই আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে ।’
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur