চাঁদপুরে ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস.ইকবাল। সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২নং পল্টুনের উপর থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা নূরুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার মোঃ আবুল হাশেমের ছেলে।
চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস.ইকবালের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২নং পল্টুনের উপর থেকে রোহিঙ্গা যুবক নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিব মোড়ানো ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানে চাঁদপুর নৌ থানার এস আই আবুল হাশেম, কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৩ লক্ষ ৬ হাজার টাকা মাত্র।
চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস.ইকবাল জানান, রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিকেলে গ্রেপ্তারকৃত নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২৩ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur