আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর আগে সুশীল সমাজ,নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ হবে।
প্রায় এক মাস ধরে এ সংলাপ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি,গণমাধ্যমের প্রতিনিধি,নারী নেত্রী,পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ,রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।
ইসি জানায়,বর্তমানে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলছে। তাদের নিয়েই কমিশন সংলাপের আয়োজন করতে চায়। এজন্য দলগুলোর সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বসা হবে। তবে এবার দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে এবং বড় দলগুলোকে আলাদা আলাদা করে সংলাপ হতে পারে।
২৩ সেপ্টেম্বর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur