Home / চাঁদপুর / চাঁদপুর ড্রামার বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

চাঁদপুর ড্রামার বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও চাঁদপুর থিয়েটার ফোরামের অন্তর্ভুক্ত সদস্য সংগঠন চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

২১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চাঁদপুর ড্রামার সভাপতি মুরাদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে সংগঠনের সদস্য সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্য অভিনেতা অজিত সরকারসহ চাঁদপুর ড্রামার সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব যারা চির বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ। আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক প্রশান্ত কুমার সেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক রনজিত কুমার বনিক, উপদেষ্টা ডা. সৈয়দ মো. নুরুল হুদা, গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, তপন সরকার, জয়নাল আবেদীন জনু, মজিবুর রহমান দুলাল ও অ্যাড. আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি পরিমল দাস নুপুর, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, কার্যনির্বাহী সদস্য ডা. প্রনব কুমার রায় চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রোটা. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন মাসুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজীব কুমার দাস, দপ্তর সম্পাদক শংকর রায়, সহ-মহিলা সম্পাদিকা রাত্রী রানী কর্মকার, সম্মানিত সদস্য মো. খায়রুজ্জামান, আ. মান্নান চিশতী, শুভংকর রায়, গৌতম ঘোষ, উত্তম কুমার দাস, মেরী রানী কর্মকার, কনিকা রানী, অঙ্কিতা রায় দীপা প্রমুখ।

সাধারণ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চাঁদপুর ড্রামার (২০২৫-২০২৬) সালের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে মুরাদ হোসেন খান ও সাধারণ সম্পাদক হিসেবে কে এম মাসুদকে পুনরায় নির্বাচিত করা হয়।

এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর চাঁদপুর ড্রামার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত রেড রোজ মিনি পার্টি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্বান্ত গৃহীত হয়।

স্টাফ রিপোর্টার/২২ সেপ্টেম্বর ২০২৫