Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
সড়ক
প্রতীকী ছবি

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জোসনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭ টার দিকে হাজীগঞ্জ বলাখাল বকুলতলা রোডের সামনে এ দূর্ঘটনা ঘটে।

তিনি হাজীগঞ্জ মকিমাবাদ ৪নং ওয়ার্ডের মমতাজ উদ্দিন ডালীর স্ত্রী।

স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে চাঁদপুর গামী আইদি পরিবহন (গাড়ী নং-৩১৮) অপর দিক থেকে যাওয়া চাঁদপুর থেকে হাজীগঞ্জ গামী সিএনজির মুখোমুখি হয়ে দূর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই জোসনা বেগম নিহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলেন।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি মো. মহিউদ্দিন ফারুক জানান, দূর্ঘটার কথা শুনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আইদি পরিবহন ও সিএনজি পাইনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, নিহত জোসনা বেগমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত জোসনা বেগমের জামাতা জানান, কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ২২ সেপ্টেম্বর ২০২৫