চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূ। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে কচুয়া নিউ ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ডা. সৈয়দ শীশ মুহাম্মদের তত্ত্বাবধানে গৃহবধূর সফল অস্ত্রোপচার করার মাধ্যমে এ তিন সন্তানের জন্ম হয়। জান্নাতুল ফেরদৌস কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান। এ খবরে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের এক গৃহবধূ প্রসূতি ব্যথা নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হয় গাইনি বিশেষজ্ঞ সার্জনের তত্বাবধানে। পরে আল্টাসনোগ্রাফী করার মাধ্যমে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার। সকাল সাড়ে ১০ টায় পরিবারের সম্মতিতে রোগী জান্নাতুল ফেরদৌসকে সিজার অপারেশন করেন। এ সময় তিন সন্তান প্রসব করেন জান্নাতুল ফেরদৌস। বর্তমানে মা-ছেলে মেয়ে চারজনেই সুস্থ্য রয়েছে ।
কচুয়া নিউ ট্রমা এন্ড জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে, আমরা সেবা দিয়ে আসছি। মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারাকে আমারা সার্থক মনে করি। আমরা গরিব ও অসহায় মানুষের উপকার করতে চাই। সবাই নবজাতকের জন্য দোয়া করবেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২০ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur