Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন
প্রাথমিক

মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০ সেপ্টেম্বর ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।বিপুল উৎসাহ উদ্দীপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৫১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৪৭টি পদে ৪৭ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতিসহ চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬শত ৮৭ জন ভোটারের মধ্যে ৬শত ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন (ব্যালট নং:২) ৪৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুন্সী (ব্যালট নং:১)। তিনি ভোট পেয়েছেন ১৯৮ টি। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়া। এছাড়া ব্যালট ভোটের মাধ্যমে নির্বাহী সভাপতি পদে ( ব্যালট নং ৪) পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ৩২৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া (ব্যালট নং ৩) ভোট পায় ৩০৯ টি।

নির্বাহী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন এদের মধ্যে নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান (ব্যালট নং ৫) ২৭৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন।নিকতম প্রতিদ্বন্দ্বী বাড়িগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান (ব্যালট নং ৭)ভোট পেয়েছেন ২৪৯ টি এবং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের (ব্যালট নং ৬) ভোট পেয়েছেন ১০৫ টি।

সাংগঠনিক সম্পাদক পদে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুদ্দিন মৃধা (ব্যালট নং ৮) ৪০২ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (ব্যালট নং ৯) ভোট পেয়েছেন ২২৯ টি।

নির্বাচনের প্রিজাইটিং অফিসার চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম খান এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন কবির।

দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২০ সেপ্টেম্বর ২০২৫