ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার সুরক্ষা এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এমকে মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, বর্তমান কমিটির সহসভাপতি মো. মশিউর রহমান,এ.কে.এম সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসাইন, সহকারি অর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন,প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সৌরভ,আইসিটি সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, সাহিত্য সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য প্রশিক্ষণ সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাছুম আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, আবু তালেব সর্দার।
স্টাফ করেসপন্ডেট/ ২০ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur