Home / চাঁদপুর / চাঁদপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ
ইসলামী

চাঁদপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এর আগে গতকাল তরপুরচন্ডী ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়নের কাজির বাজার ও বাংলাবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগের পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমেদ জাকির, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বেপারী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম. ফয়সাল, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, নির্বাহী সদস্য মাওলা সাব্বির আহমেদ, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মাদ হাবিবুর রহমান, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল বারেক হাওলাদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মোঃ মারুফ সরদার, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ও আশিকাটি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ মাসুদুর রহমান গাজী, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম সহ ইউনিয়ন দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।

মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, সৎ ও যোগ্য লোকদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার জন্ম বছরের ঘুরেফিরে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে নি। ক্ষমতাশীনরা দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে।

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, বিগত দিনের মতো আর কেউ যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।

স্টাফ রিপোর্টার/ ১৯ সেপ্টেম্বর ২০২৫