চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানা যায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোয়ে দেশের সকল পর্যায়ের খেলোয়াড়দের কে ক্রীড়া সম্পদে পরিণত করার উদ্দেশ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের সকল ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকলের সম্মতিতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান কে সভাপতি, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু কে সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান শাহীন কে সহ সভাপতি নির্বাচিত করে বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, চাঁদপুরের এই কৃতি সন্তান জনাব মাহবুবুর রহমান শাহীন চাঁদপুরের অন্যতম ক্রীড়া সংগঠন গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি, ঢাকাস্হ ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক, আর্মি গলফ ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য। তিনি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামীর পথচলায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
স্টাফ করেসপন্ডেট/ ১৮ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur