চাঁদপুরের হাজীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বিডব্লিউবি কার্ডদারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের ১৩৮ জন কার্ডধারীকে ২ মাসের একসাথে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বৃহস্পতিবার সকাল থেকে উপস্থিত থেকে সরকারের সুবিধা ভোগী কার্ডধারীদের মাঝে উক্ত চাল বিতরণ করেন।
কার্ডধারী তাছলিমা বেগম বলেন, সরকার আমাদের মত সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ কর্মসৃচি চালু রেখেছেন তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার যে চাল বিতরণ হচ্ছে তা অতীতের সময় থেকে অনেক মান ভালো। এ চাল পরিবার নিয়ে পুরো মাস খেয়ে যেতে পারবো।
একই দিন ইউনিয়নের প্রায় সাড়ে তিনশত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ১৫ টাকা ধরে ৩০ কেজি করে চাল বিতরণ করেন ডিলার হারেজ এন্টারপ্রাইজ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের নেতা জিয়াউল হক মানিক, প্রবাসী যুবদল নেতা আক্তার হোসেন মিয়াজী, ইউপি সদস্য মানিক মেম্বার, ডিলার হারেছ সর্দার প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ১৮ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur