Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ বাজারে সুইটস, ফার্মেসি, হোটেল ও ফাস্টফুডে জরিমানা

ফরিদগঞ্জ বাজারে সুইটস, ফার্মেসি, হোটেল ও ফাস্টফুডে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন দোকানিকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—আউয়াল সুইটস পরিষ্কার পরিচ্ছন্নতার দায়ে ৫ হাজার, বাহার ডেন্টালকে দাঁতের চিকিৎসায় বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার, সৌদিয়া ফার্মেসিকে সেম্পল ঔষধ রাখায়১০ হাজার, ওয়ান স্টার হোটেলকে কাছা খাবার ও রান্না করা খাবার একত্রিত ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়ে ১০ হাজার এবং বনফুল ফাস্টফুডকে বনফুল কম্পানির তৈরিকৃত খাবার না রেখে অস্বাস্থ্যকর খাবার তৈরি ও অপরিষ্কার স্থানে খাবার রাখায়

১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সর্বমোট ৫ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সকলে ভোক্তা অধিকারের আইন অনুযায়ী ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে বলা হয়েছে।

অভিযান পরিচালনার সময় জেলা সেনেটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম, ফরিদগঞ্জে অবস্থানরত 

সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে। এ ছাড়া বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘ব্যবসায়ীদের ভবিষ্যতে যেন অনৈতিক ও অযৌক্তিক কার্যকলাপে জড়িত না হয় সে জন্য আইনগতভাবে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

প্রতিবেদক: শিমুল হাছান,১৮ সেপ্টেম্বর ২০২৫