চাঁদপুরের শাহরাস্তিতে গাঁজাসহ খুরশেদ আলম ওরফে বুলেটকে আটক করেছে থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ খুরশেদ আলম ওরফে বুলেট (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর মিয়া বাড়ির কোণা এলাকায় বিডিআর দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত খুরশেদ আলম মৃত ইউনুছ মিয়া ও মৃত সাহিদা বেগমের ছেলে। তার বাড়ি একই এলাকার প্রসন্নপুর মিয়া বাড়িতে।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং–১২, তারিখ–১৬ সেপ্টেম্বর ২০২৫; ধারা–৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত এবং যুব সমাজকে মাদকের দিকে ধাবিত করছে।
অভিযানটি পরিচালনা করেন এসআই মো. আল-আমিন ভূঁইয়া, এএসআই সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তাদের সার্বিক নির্দেশনা দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur