চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া অবস্থান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের শেখকুনি মৌজায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। মাটি ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড আদায় না হলে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
অভিযান চলাকালে শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভূমিক্ষয়ের ঝুঁকি বাড়ছে। জনস্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম বন্ধ করা জরুরি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা একটি দীর্ঘদিনের সমস্যা। এতে একদিকে ফসলি জমি চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে নদী-খাল ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ভূমিধস, বন্যা ও নদীভাঙনের ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা জানান, অবৈধ ড্রেজিংয়ের কারণে গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চাষযোগ্য জমি দ্রুত কমে যাচ্ছে। এ অবস্থায় প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানান
প্রশাসন পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur